আজও পৃথিবীর বুকে এক টুকরো আলোর ছোঁয়া
তারই জন্য বাঁচার মাঝে পৃথিবীর সকলের কান্না,
বৃষ্টির জলে ধুয়ে যাওয়া রাস্তায়
সেই শান্ত স্নিগ্ধ প্রানীর ভেজা লোম;
তবুও তো বেঁচে আছে পৃথিবীর সে সকল প্রাণীকুল
হারিয়ে যাওয়ার ভয় যাদের তারা করে বেড়ায় নিত্যদুপুর;
পৃথিবীতে সবাই আসে আর যায়
মনে কী রাখে তাদের যারা হারায়;
মনে পড়ে সেই মেয়েটির নাম ইন্দু,
হারাতে বসে যে দেখেছিলো
ভিজে পাতায় শেষছাপ ফেলে যাওয়া ;
একটি শিশিরবিন্দু।।
শিশিরবিন্দু আঁকড়ে বসে আছে ভিজে পাতাকে
সে যেন ছাড়তে চায় না তাকে,
ভিজে পাতা ও শিশিরবিন্দুর এ এক অপূর্ব দৃশ্য
পৃথিবীর এই অপরূপ খেলায়
তারা যেন এক গুরু ও শিষ্য।
আকাশে কালো মেঘের জটা শিশিরের মনে ভয়
আনে
এই বুঝি মেঘের কণা ঘাম ঝরাবে তাতে,
এক যদি না বাতাস হয় তার সঙ্গী
মনে তার ধন্দা জাগে দেখে বাতাসের ভঙ্গি ;
শিশিরের শেষছাপ রাখা হল না বোধহয়?
না জেনেই সে বিলীন হল ভিজে পাতায় _
শেষবারের মতন আঁখি মেলল ইন্দু
এবারও সে দেখল ভিজে পাতায় চিহ্ন রাখা_
হারিয়ে যাওয়া এক শিশিরবিন্দু।।
কলমে শুভম বিশ্বাস
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941