শরীর ছুঁইয়ে বৃষ্টি ধারা
শ্রাবণ মেঘের পাগলপারা
মাতাল করে সে সাঁঝবেলাতে
পথ ভুলেছি হাওয়ার সাথে।
কলঙ্কে আর পাই না গো ভয়
সর্বাঙ্গ জরোজরো বিষে
গরল ধারণে হয়নিকো মরণ
কলঙ্ক মুছিব কিসে?
ইচ্ছে নদীর দুকূল ছাপায়
হড়কা বানের জোয়ার
বানভাসি আমি নিই জড়ায়ে
খড়কূটোরই আশায়।
সোহাগের ওই বেহাগ বাজে
তোমার বুকের মাঝে
টুংটাং জলতরঙ্গ বাজে
বেলাশেষের সাঁঝে।