ঐ মেয়ে, কি করিস জানালায় দাঁড়িয়ে?
মনে পড়ে তোর ছোটবেলা? বুড়ি বসন্ত, হিঙেডাড়ী?
ঝালঝুপ্পা? চু-কিত্-কিত্-তা?
আরও আছে দাঁড়া, হুঁ , এজিক-মেজিক-সেজিক-সা!
আরও আছে, আমগাছ, জামগাছ।
মনে পড়ে? কি বললি? ভুলে গেছি!
ভুলে গেছি, ভুলে গেছি, বাদ দাও সব।
ভুলে গেছি ছোটবেলা, ভুলে গেছি সব খেলা।
অবশেষ পড়ে আছে বন্দীর বড়বেলা!
কবি নার্গিস পারভিন
নিজের ছোটবেলা মনে পড়ে গেলো নার্গিস।দারুন।