এই আগুন নিভে যাওয়ার নয় কখনো,
তোমার চেতনাতেই যেন বিপ্লবের অস্তিত্ব,
আমাদের চেতনায় তোমার আনাগোনা
গড়েছো তুমি, বিপ্লবস্পন্দিত কত নবীন চিত্ত।

যেখানেই আর্তের ডাক, শহর হোক বা গ্রাম
হোক জটিল রোগ, কিমবা তাদের অধিকার বুর্জোয়াবদ্ধ,
তোমার লেখাতে জবাব দিতে হয়েছে বাধ্য সকলে,
এনেছো মুক্তি চিকিৎসায় কোথাও বা সশস্ত্র গেরিলা যুদ্ধ।

সেই ছাত্রজীবন থেকে শুরু করে,
দেখেছো ঘুরে সচক্ষে মানুষের হাহাকার
তোমার বিচলিত হৃদয় তখন ,
খুজেছে পথ কেবল মানুষের চিন্তায়,

স্বাভাবিক জীবন বেছে নাওনি কখনই আর তুমি,
জীবিকা ছেড়ে ঝাপ দিলে বারবার যুদ্ধে,
আবার যুদ্ধে জিতেও কিনা ত্যাগ দাও মন্ত্রীত্বে,

কারন তুমি সবার মত নও,
তুমি থাকোনি থেমে কখনো

প্রেমে পড়েছো বারবার তুমি, সে কথা আমি জানি
দেখেছিলে স্বপ্ন কত নতুন বিপ্লবের আশায়,
তোমার সাথে যুদ্ধে না যাওয়ার ব্যর্থতা থাকলেও, তোমাতে একাত্ম আমি,
আমার চেতনার পথ চলা শুরু তোমারই ডায়েরির পাতায়

এই যুদ্ধ এগিয়ে নিয়ে যাবো আমরা দিলাম কথা,
এই বার্তা তুমি আগেই দিয়েছো সেই সকল কাপুরুষদের জানি,
আমরন সমাজতন্ত্রের প্রতি যুদ্ধ,
চেনাবো লড়াইয়ে তোমাকে আমার আগামী

ভাবি আমি বলিভিয়ার সেই কাপুরুষদের কথা,
যাদের আত্মা হয়তো কাঁপে এখনো তোমার হুংকারে,
সেই সকল ক্ষুধার্ত শিশুগুলো এখন লড়তে শিখে গেছে
দেখেছে জীবনের মুখ নতুন করে তোমার অহংকারে।

যুদ্ধে তুমি নেতা কঠোর, তবুও সবার জন্যে ভালোবাসা প্রচুর,
চওড়া হাসিতে ভাগ করে নিয়েছো তাদের দুঃখ, করেছো আপনজন,
তোমার লড়াইয়ে তাই দিয়েছে সাথ, সাধারন থেকে অতিসাধারন।

তোমার লড়াইতে জাগে কিউবাতে সমাজতন্ত্র,
তোমারই কূটনীতিতে ডরে সকল বুর্জোয়া ষড়যন্ত্র,
বুলেট গাঁথা বুকে যখন ঝড়েছিলো অবিরাম রক্তস্রোত,
বুজে আসা সেই রক্তচক্ষুতে দেখেছিলাম আমি সর্বহারার প্রতিশোধ।

তোমার মুখে ধরানো শেষ সিগারের আগুনে
এক নতুন যুদ্ধের গল্প মেলেছিলো ডানা,
প্রস্তুত ছিলে প্রতি মূহুর্তে তুমি ,
জানতে মৃত্যু পেরিয়েও দখল করবে অগুন্তি হৃদয়ের ঠিকানা।

তোমার বিধ্বস্ত দেহকেও যারা দেয়নি মুক্তি,
তখনো তোমার প্রতি ভয় ওদের হৃদয় কাপানো,
জানিনা কি হলো তোমার সেই কাটা হাত দুটোর,
যা কিনা কত সংগ্রামের সাক্ষী জড়ানো।

তোমার শেষহাসি, শেষ কথা, এখনো আমার গলায় কাটা বাঁধায়,
বিপ্লবের মহাকাব্যের অন্য নায়ক তুমি,
অধিকারের দাবিতে রক্তঝড়ানো তোমার সেই গেরিলা অধ্যায়।

কলমে রিতম সাহা, নদীয়া, পশ্চিমবঙ্গ

বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র, কল্যানী ইউনিভার্সিটি। পড়াশোনার সাথে সাথে পার্টটাইম কাজ করি মাঝে মাঝে। এছাড়া সক্রিয় বামরাজনীতির সাথে যুক্ত। এবং আমাদের নিজেদের একটা সংস্থা আছে, যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়, তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। ভবিষ্যতে এইজাতীয় বিভিন্ন প্রকল্পটাকেই আরো দৃঢ় করার লক্ষ্যে আছি। সাথে সিনেমা, ঘুরতে যাওয়া জীবনের অন্যতম নেশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here