আমাকে জন্ম দিলে তুমি , হে আমার জন্মদাতা
তবে কেন , আমার পরিচয় কুসুম ডিঙ্গায়।
আজ মৃত্তিকার শুস্ক গন্ধ ,
পিতৃ পরিচয় জানতে চাইল?
বললো গোলাপি রঙে জন্ম তোর ?
কি বলি তাকে, পিতা ?
কি করে বলি যে তুমি অজ্ঞাত
আমি কি তবে পৃথার সন্তান ,
উজ্জ্বল হলুদ কি আমার জীবনে নেই ?
ছত্রাকে ছেয়ে গেছে আমার যকৃত।
কেরোসিন ছাই করে দিয়েছে আমলকির বন
তুমি তো তাই চেয়েছিলে , নয় কি ?
কবি শুচিস্মিতা ত্রিবেদীর কলম থেকে , বাংলায় , এম.এ , কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ছোট থেকে কবিতা পড়তে আর লিখতে বেশ ভালো লাগতো। বাবার থেকে লেখালেখির হাতেখড়ি আর প্রাপ্তবয়সে জীবন সঙ্গীর সহযোগিতা আজও কবিতা লিখতে আমাকে অনুপ্রাণিত করে।
লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন "এসো"