কেন রে মেয়ে?
এত জেদ কেন মেয়ে তোর?
কেন এত মনের জোর?
তোর জন্য তো অন্ধ রাত্রি
তবে কেন খুঁজিস ভোর?
তুই বাড়ি থাকবি
মাছ কাটবি
না কাটা জানলে
শ্বাশুরির বকুনি খাবি।
মাছ বিক্রী তোর...
স্বাধীনতা যখন পণ্য
আমরা স্বাধীনতা পাইনি,
পেয়েছি বিড়ম্বনা অসহিষ্ণুতা
প্রতিদিন প্রতিক্ষন।
রক্তাক্ত হতে হয়
প্রতিদিনের অবক্ষয়ে,
আজ বড়ো বিবর্ণ
এই তেরঙ্গা-
লাঞ্চিত, ধর্ষিত
অবহেলিত আমাদেরই
কাছে।
যাঁরা হয়েছিলেন রক্তস্নাতা
স্বাধীনতার স্বপ্ন দেখে
আমরা হয়েছি বিস্মৃত
বহুদিন আগে।
এটাই নাকি স্বাধীনতা?
চলছে যেটা...
নারী তুমি প্রমান দাও
নারী তুমি প্রমান দাও
তুমি প্রমান দাও যে তুমি মানুষ।
তুমি যে নারী
চলতি কথায় যাকে বলে মেয়ে
সেটা আমরা জানি।যখন খবরের কাগজে দেখি
দুই বছরের কন্যা শিশু
ষাটোর্দ্ধো যুবকের...
আধেকলীনা, তুমি
দূরে সরে যাও,
আরো দূরে যাও তুমি
আমি ফিরে আসি,
ডাক দেয় বনভূমি ।
তুমি দ্রুতপদ
আমি চলি ধীরে ধীরে
দেখা হয়ে যায়
সুধাসাগরের তীরে।
তার পাশে পাশে
একলা বালিকা নদী
খেলে খেলে যায়
আর...
অপরূপা-অবিলীন
একবার জন্ম দিনে তোকে পেয়েছিলাম,
তোর রূপে আমি মুগ্ধ ছিলাম
সেই লাল আভা তে তুই অপরুপা
শরীরের গঠন ও বেশ ছিপছিপে
আমার বসার ঘরে সাজিয়ে রাখলাম
ঘর টা আরো...