দুহাতের মুঠোর এ কালবৈশাখী
চৈত্র চয়নে সেই পাতা ঝরা আঁখি,
গত বছরের মায়া চুঁয়ে যাবে বলে
নতুন বছর সাজে নয়নে কাজলে।
দৃঢ় শিহরণ লেগে থাকে যে পরশে
ওই মন দিয়া দেখি আঁখির হরষে
বহু রঙে মোড়া থাকে তাই দিয়ে জুড়ি
আঁকা রঙে জোড়া লাগে কেটে যাওয়া ঘুড়ি।
আলেয়া পালিয়ে যায় অচেনা কোন সুরে
আলোর ভাষার হাত থেকে কতদূরে,
সেই বছরের ছায়া ঢেকে যাবে বলে
মায়াবনে পাতা ঝরে বন্ধ আঁচলে।
কোন বাঁক থেকে উরে আসে সেই মায়া
লিখে রাখা ডাইরি তে অচেনা এক কায়া,
তাই দিয়ে আরও লিখি পাতাঝরা দিশা
পুরে যাওয়া ক্যানভাসে জাগাতে আশা।