সব কথা হয়ে গেছে আমাদের শেষ ।
পড়ে আছে অস্তমিত বিকেল ,
আর আছে ঝড়া ফুলগুলি,
প্রাণ যে কাব্যের তাই আকুলি বিকুলি ।
চেঙ্গিসের তরবারি তব রূপ,
তব ভালবাসা প্রেমবুলি অন্ধকূপ ।
বিদায়ী প্রেমের আজ শেষ পরিচ্ছেদ,
নাটকের আজ তাই হল যবনিকা ।
নামেনি চোক্ষে আজ সেই শতধারা
হওনি আজকে তুমি প্রিয় শতহারা ।
খিলেন মুক্ত তোমার ঐ প্রেম কারাগারে –
আসবে আমার মত হাজার পথিক ।
সজোরে নাড়া দেবে মনের কড়া
নতুন নাটকের আবার হবে মহড়া ।।
কলমে মলয় বসু,বেদান্ত বাগীশ রোড,দক্ষিণ ২৪ পরগণা, কলিকাতা
সাধারণ এক খেটে খাওয়া মানুষ, অবসর সময়ে কবিতা লিখি । কবিতার মাঝেই আনন্দ খুঁজি ।