“বন্ধু আর আলপিন “-
কে মানবে হার?
কাজের থেকে খোঁচা দেওয়ায়
জুড়ি মেলা ভার। .
মনের গভীর ঢেউ চিরে ,
যতই উঠুক ঝড় ,
অবশেষে ভালোবেসে একাই
ডুবে মর।
জানি শুনতে কটু লাগছে ,
কানে গরল সম।
সত্যিকারের বন্ধু পেলে,
তুমি “অন্যতম”।
আমার বাপু পোড়া কপাল ,
যেথায় খুঁজি বন্ধু ;
শুন্য হাতে ফিরে আসি,
সম্পর্কে চন্দ্রবিন্দু।
যদিও নেড়া বেলতলাতে
একটি বারই যায় ,
আমার কেন “সহস্র -বারেও”
শিক্ষা নাহি হয়।
এই কাঁদছি মন বাঁধছি ,
আর চাই না-র প্রলাপ ;
ঘুরে ফিরে , টবে লাগাই
হলুদ চারার গোলাপ।
যতই বলি, ভরসা-প্রমান
দিতে পারছি কই !
অনিশ্চিত জীবন বোধহয়
আবার খুঁজবে সই।
—মৌসুমী
বিতর্কিত : CopyRight @ M K Paul, October ,2018