ওরে, পূজার নামে যারা শুরু করেছে বিশৃঙ্খলা
সত্যি, আমি বুজিনা তাদের কীর্তি কলা।
কোথায় রাখিয়া পূজার মোম দীপ ধূপ
শুধু শুধু নিরিহ প্রাণীর গলায় মারছো কোপ।
ধর্মের নামে অধর্ম এসে যারে ধরে, সেই-
তো সরে ঈশ্বরের কাছ থেকে চিরতরে দূরে।
ওরে,পূজার নামে যারা বাড়ায় চুল দাড়ি
তারা তো মিথ্যা পূজারী।
এরা কখনও খোঁজে না নিজের অন্তরে
শুধু শুধু খোঁজার জন্য দৌড়ে দীপান্তরে।
যদি নিজের মনে থাকে পবিএতার আহ্বান
তবে, কেন করবো মিথ্যা পূজাচারের ভান ?
কিন্তু, কোথায় রাখিলে তোমার পূজার অঞ্জলি
আজীবন কি থেকে যাবে নিরিহ প্রাণীর বলি ?
কলমে সৌভিক ভান্ডারী, বীরভূম
Good
Awesome
Outstanding
Good
Khub valo kobita hoyese