পথ হাঁটা আজ লক্ষ পায়ে
লক্ষ পায়ে এগিয়ে চল
লাখো লাখো পায়ের ভীড়ে
ভাগের মা আজ অচল।
আলোর রেণু বাজায় বেণু
শহর জুড়ে শিউলি ঝড়
আকাশ তলে ফুটপাতেতে
লক্ষ স্বপ্নের ভাঙা ঘর।
জীর্ণ দিনের শীর্ণ দৃষ্টি
নির্বাকতার দিন গোনে
আগমনীর ভোর এখন
বিসর্জনের সুর শোনে।
কৃষ্ণ বর্মন……
এই লেখকের আরো লেখা পড়তে কিক্ল করুন "ওদের-ঠিকানা" "পূজোর-গন্ধ" "সচল-বিদ্যাসাগর" "সেই-কথাগুলি-আর-বলি-না" "সাম্য" "স্বীকৃতি" "শবযাত্রা" "কেরল-তুমি-ভাবালে" "অটল" "বুভুক্ষু-স্বাধীনতা" "ক্ষুদিরামের-জন্ম" "এখনো-বাকি-নাগাসাকি" "বাইশে-শ্রাবণ" "কেন-রে-মেয়ে" "নারী-তুমি-প্রমান-দাও"