ত্রৈমাসিক জনপ্রিয় সৃজনশীল লেখনী প্রতিযোগিতা (শুধু গল্প )

0
548

কোন কিছু বিষয়ে লেখা একটি শিল্প, তা গল্প-কবিতা বা প্রবন্ধই হোক না কেন। যা আপনার লেখার দক্ষতা খুঁজে বের করে। এটি এমন একটি শিল্প যার মাধ্যমে আপনি আপনার জ্ঞান এবং প্রদত্ত বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারেন। মন ও মৌসুমী র “ত্রৈমাসিক জনপ্রিয় সৃজনশীল লেখনী প্রতিযোগিতা” আরো একবার আপনাদের কাছে নিয়ে আসছে সেই সুযোগ।

বিষয় ও অন্যান্য:

প্রথম এই বার থাকছে শুধু গল্প নিয়ে প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি পাঠাতে পারেন গল্প:

বিষয় : ভৌতিক এবং রহস্য

গল্প – নূন্যতম ৫০০ শব্দ থেকে ৩০০০ শব্দ

প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনো বয়সসীমা নেই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফী নেই

কিভাবে বিজয়ী নির্ধারিত হবে !

লেখাটি জমা দেওয়ার খুব শীঘ্রই আমরা লেখাটি ‘মন ও মৌসুমী’ ওয়েবসাইটে প্রকাশিত করবো (অবশ্যই যদি লেখাটি সমস্ত রকম শর্ত মেনে জমা দেওয়া হয়) . লেখার গুণগত মান নির্ধারণ করবেন জুরি সদস্যেরা এবং বাকি দেখা হবে লেখাটি কতটি জনপ্রিয়। অর্থাৎ , এই প্রথম ‘মন ও মৌসুমী’ প্লাটফর্ম এ জুরি সদস্য এর সাথে লেখার গুনগত মান নির্ধারণ করবে সাধারণ পাঠক/পাঠিকা।

না , কোনো লাইক /কমেন্ট আমরা চাইছিনা (তবে লাইক /কমেন্ট থাকলেও কোনো অসুবিধা নেই ), তিন মাস পরে অর্থাৎ ৩০শে জুন, ২০২৩ অবধি , গুগল এনালিটিক্স হিসাবে যে লেখা যত বেশি জনপ্রিয় (ভিসিট ) হবে , তা ৫০% নির্ধারণ করবে বিজয়ী লেখক/লেখিকাকে বেছে নিতে।

বিজয়ী লেখনী = জুরি সদস্য প্রদত্ত নম্বর ৫০%+ গুগল এনালিটিক্স হিসাবে খাঁটি ভিসিট সংখ্যা ৫০%( No of visits shown)

প্রতিযোগিতায় অংশগ্রহণের ও ফলাফল ঘোষণার সময়সূচি:

এই প্রতিযোগিতার সময় অবধি তিনমাসের। ১ম মে থেকে ৩০শে জুলাই, ২০২৩ তারিখ অবধি, লেখা জমা নেওয়া হবে।প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে ১৫ই অগাস্ট এর পর , ২০২৩।

লেখা জমা দিন monomousumi@gmail.com ইমেইল এ “Quaterly Popular Creative Writing Bengali/ ত্রৈমাসিক জনপ্রিয় সৃজনশীল লেখনী প্রতিযোগিতা ” Heading সহ (Word File বা সরাসরি মেইল এ কপি -পেস্ট করে )।

পুরস্কার:

প্রথম স্থান অধিকারী ‘মন ও মৌসুমী’ র তরফ থেকে পাবেন ১০০০ টাকা + ট্রফি + সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট,

দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৫০০ টাকা + মেডেল+ সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট।

তৃতীয় স্থান অধিকারী পাবেন ৩০০ টাকা + মেডেল + সম্মানসূচক শংসাপত্র/ই -সার্টিফিকেট।

উল্লেখ্যযোগ্য লেখনীর জন্য থাকবে সুবর্ণ সুযোগ “আলেখ্য -পূজা সংখ্যা” . বিশেষ লেখাগুলি নির্বাচিত লেখা হিসাবে থাকবে “আলেখ্য -পূজা সংখ্যা“য়।

সব রকম ঘোষণা বিজয়ী ও অন্য অংশগ্রহণকারীকে তাদের ইমেলআইডি (email-id) এবং ফোন কল এ অবহিত করা হবে।

এছাড়া সব রকমের ঘোষণার জন্য ” মন ও মৌসুমী “ র সোশ্যাল পেজ গুলিতে নজর রাখুন। ।

লেখা জমা দেওয়ার অন্যান্য শর্তাবলী:

এক : লেখাটি অন্য কোনো ওয়েবসাইট /ম্যাগাজিন /বই তে আগে পাবলিশ হয়ে থাকলে ,তা গ্রহণযোগ্য হবে না।দুই : কোনো অশ্লীন লেখা বা কোন ধরনের ব্যাক্তিগত আক্রমণ করা কোনো লেখা গ্রহণযোগ্য নয়।তিন :লেখা বাংলায় লিখে পাঠাতে হবে।। চার :লেখা পাঠানোর আগে লেখার বানান সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। লেখায় মাত্রাতিরিক্ত যতিচিহ্ন (ইংরেজী অথবা বাংলা) ব্যবহার থেকে বিরত থাকুন (উদাহরণ – লাইনের শেষে মাত্রাতিরিক্ত “……” ব্যবহার করা)।পাঁচ : লেখার সাথে নাম , ঠিকানা , বয়স ,নিজের একটি ছবি -এবং নিজের সম্পর্কে দু লাইন পাঠান।

ছয় : জুরি সদস্যের সিদ্ধান্তটি ফাইনাল এবং ফলাফল সম্পর্কিত কোনও প্রশ্ন স্বীকৃতি পাবে না।জুরির সিদ্ধান্তের সাথে সাথে প্রকাশিত লেখাটি কতটা জনপ্রিয় হয়েছে  সেটিও আংশিক (৫০%) ভাবে চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করবে। তাই অনুরোধ , লেখা প্রকাশের পর সেটিকে SHARE করা লেখকের নিজস্ব দায়িত্ব।
সাত :লেখার কপিরাইট লেখকের সাথে থাকবে। পূর্বনির্ধারিত অনুমতি ছাড়া অংশগ্রহণকারীর নাম, ছবি এবং বায়ো সহ নির্বাচিত লেখা প্রকাশিত হবে।

লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে আগস্ট ,২০২১। ফলাফল ঘোষণা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ ,২০২১ ….

বিশেষ আবেদন : আপনার পাঠানো লেখা প্রতিযোগিতার জন্য একবার প্রকাশিত হলে , দয়া করে ভবিষ্যতে আমাদের লেখাটি ওয়েবসাইট থেকে মুছে ফেলার অনুরোধ করবেন না। একটি লেখা প্রকাশ করা একটি সময় সাপেক্ষ্য বাপ্যার, তাই আমাদের ওয়েবসাইটে একবার প্রকাশিত লেখা ডিলিট করা যাবে না। কপিরাইট লেখক ও মন ও মৌসুমী র থাকবে। শর্তাবলী পড়ে লেখা জমা দেওয়ার অনুরোধ থাকলো।

ধন্যবাদান্তে ,
“ মন ও মৌসুমী “

ত্রৈমাসিক জনপ্রিয় সৃজনশীল লেখনী প্রতিযোগিতার ফলাফল

Previous articleপুলি আর আয়না
Next articleপ্রথম হাততালি
Avatar
Disclaimer: Monomousumi is not responsible for any wrong facts presented in the articles by the authors. The opinion, facts, grammatical issues or issues related sentence framing etc. are personal to the respective authors. We have not edited the article. All attempts were taken to prohibit copyright infringement, plagiarism and wrong information. We are strongly against copyright violation. In case of any copyright infringement issues, please write to us. লেখার মন্তব্য এবং ভাবনা, লেখকের নিজস্ব - কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত..................

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here