বাংলা মোদের মাতৃভূমি
বাংলায় গাই গান
বাংলা মোদের নয়ন তুমি
বাংলাই সন্মান।
বাংলা মোদের শস্যশ্যামল
নদী তোমার প্রান
বাংলা মোদের ভাতে মাছে
আমবাঙালির জান।
বাংলা মোদের তীর্থক্ষেত্র
কালী মায়ের স্থান
বাংলা মোদের গঙ্গাসাগর
পুন্যলাভের স্নান।
বাংলা মোদের রবি নজরুল
বিশ্ব জোড়া মান
বাংলা মোদের রসগোল্লায়
হৃদয় জোড়ায় প্রান।
বাংলা মোদের ছায়াছবি
সত্যজিতের দান
বাংলা মোদের সৌরভ আর
লোকশিল্পের থান।
বাংলা মোদের অর্থনীতি
নোবেলজয়ীর স্থান
বাংলা মোদের চায়ের স্বাদে
অতুলনীয় মান।
বাংলা মোদের গৌরব আর
চৈতন্যের গান
বাংলা মোদের বক্ষতলে
রক্তে প্রবহমান।
কলমে তমাল চক্রবর্তী, ভাটপাড়া ,উওর চব্বিশ পরগনা
কবিতা লিখি ও বর্তমানে একটি কবিতা ক্লাবের সাথে যুক্ত আছি।