বালিয়াড়ি

0
1451
Photo : M K Paul

বুকের উপর এমনি এমনি বালি জমে না
বিকৃত আবেগের আবহবিকারে
বছরের পর বছর ধরে
চূর্ন বিচূর্ন হতে হতে
সমস্ত বিশ্বাস আর আত্ম বিশ্বাস
এখন অগনিত বালিকনা
ক্যাকটাসরা তাই আজো বেঁচে আছে
ওদের শুভকামনাতে আজ সেখানে
এক ফোটাও বৃষ্টি হয় না।

যখন আঁধি আসে
আধো আধো বুলি ফোটে ওদের
খুশিতে উড়ে যায় নতুন ঠিকানায়
উড়েও আসে অনেকে
বুকটা খালি থাকে না
শুধু বালি আর বালি।

 

Poet Krishna Barman

কৃষ্ণ বর্মন…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here