অটল

Atal Bihari Vajpayee_Bengali Poem

5
3810
Photo CopyRight @ NDTV.com
ভঙ্গুর নীতি,ভঙ্গিল চেতনা
আর ভগ্নপ্রায় আদর্শের ভগ্ন দেশে
নগ্নতাকে কিছুটা প্রচ্ছন্ন রেখে
আজ ভক্তি,শ্রদ্ধা নিবেদনে মগ্ন মানুষ।সাধারণ,অতিসাধারণ কিংবা অসাধারণের
মর্ম বেদনা তোমার কর্ম আর ধর্ম পালনের স্মৃতিচারনে
আজ আরো ঘন,আরো বিদারক।ভাষার কদর্য সোন্দর্যায়নে
তোমার নম্রতা,মৃদু ভাষন বেমানান।
তাই নিথর নীরবতায় অবগাহন করে
মূক অনভূতিকে করেছো মুখরিত।চূড়ান্ত অস্হিরতায় অনড়,অবিচল পর্বত
আর শীতল শান্তির প্রগতিতে প্রবাহী সমুদ্র হয়ে
হয়েছো নিস্তরঙ্গ নদীর অন্তরঙ্গ।
ধূ ধূ বালির প্রান্তর তোমার ইশারায় জানান দিয়েছে–
আমরা প্রস্তুত।

সড়ক থেকে সড়ক
পাল্টে দিয়েছে মোড়ককে।
এখন যখন মড়কের সময়
তখন কারকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে
একটা বিকারক বিকৃতিকে লাগামহীন স্বাধীনতা দিয়ে গেলে।

তবুও টলমল টালবাহানায়
নিটোল সত্য হয়ে
অবিকল অবিকৃত হয়ে
তুমি রয়ে যাবে সত্য সন্ধ্যানীর
অটল বিশ্বাসে।

      কৃষ্ণ বর্মন…….
Poet Krishna Barman

বিঃ দ্রঃ  : কৃষ্ণ বর্মন এর প্রকাশিত কাব্যগ্রণ্থ “চোপ”‘-এখানে কথা বলা বারণ .

 

 

 

 

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here