আত্মাহুতির দলিল

কলমে প্রসেনজিৎ মন্ডল

0
463

বেশি কিছু তো চাইনি আমরা কোনোদিন;

ছোট্ট ছোট্ট কিছু প্রত্যাশা, ঘরোয়া চাওয়া-পাওয়া –

আজও এগুলোই তো আমাদের মনের হাসি,

আমাদের তৃপ্তির শ্বাস। 

কিন্তু সেটুকুও কি পেয়েছি আমরা?

যদিও,ক’জনই বা আমরা নিজেদের চিনতে পেরেছি!

নিজেরা পুড়তে-পুড়তে – 

উপশমের ভাপ দিয়ে দিন-রাত আমরা সেবা করে এসেছি;  

নিজেরা অল্প খেয়ে –

পাত সাজিয়ে আমরা বেশিটা খাইয়েছি;

আড়ালে চোখের জল মুছে –

সুখ-সম্ভোগের খোরাক আমরাই জীবনভর জুগিয়ে গেছি;

জগৎজোড়া হাজারো কৃতিত্বের নেপথ্যে আমরাই থেকেছি; 

অকাতরে সর্বস্ব নিংড়ে দিয়ে –

তিলে-তিলে আমরা নিজেদের নিঃশেষ করেছি;

নিজেদের ঘর ছেড়ে অন্যের চালে খড় দিয়েছি;

অন্যের তুলসীতলায় সন্ধ্যাদীপ জ্বালিয়েছি;

নিজেদের শিকড় উপড়ে –

অন্যের চারাগাছে আমরাই সার-জল দিয়েছি,

তাকে বড়ো করে তুলেছি, ফলবতী করে তুলেছি;

দিনের শেষে আবার আমরাই –

অবহেলিতও হয়েছি, অপমানিতও হয়েছি, 

শোষিতও হয়েছি, অত্যাচারিতও হয়েছি;

আর আজও হয়ে চলেছি….

তোমরা ক’জন খোঁজ রাখো আমাদের?

আমাদের প্রাণান্তকর পরিশ্রমের, আত্মত্যাগের,

অবিশ্রান্তভাবে ঝরে যাওয়া রক্ত, ঘামের –

মূল্য তোমরা ক’জন দিতে পেরেছ?

দিলেও, সে মূল্য আদৌ কি যথার্থ? 

তোমরা ক’জন দেখো – 

আমাদের ক্লিষ্ট, দগ্ধ মনের দগদগে ক্ষত?

ঝরা পাতার মতো খসে যাই আমরা,

সময় মাড়িয়ে যায় আমাদের; 

তোমরা, আবার তোমাদের অহং-এর তর্জনী ওঠাও।

ইতিহাস কি নথি রাখে আমাদের এই আত্মাহুতির?

** এই লেখা আমি তাঁদেরকে উৎসর্গ করলাম, নিজের মতো করে তাঁদেরকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার চেষ্টা করলাম,  সমাজের বিভিন্ন স্তরে আজও যাঁরা চার দেওয়ালের সং-সারে প্রতিদিন নিজেদের জীবন বলি দিয়ে চলেছেন….

কলমে  প্রসেনজিৎ মন্ডল 

Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here