যখন জীবন হলুদ ছোঁয়া বাগে
সুবাসে ফুল কাছেই সেতার ভাসা,
মধুমাসের মাধুরী সুখ টানে
হৃদয় তখন কথাতে কান ঢালা।
ভাবের রথে এমনি মনে চলা;
কিশলয়ের চলা যে দূর পাঠে।
মনের ঘাটে নিত্য ছিল বাসা,
পথের শেষে সন্ধ্যা নেমে আসে;
মেঠোপথের শেষে প্রাণের দেখা
হাসি কথা বেসুরে সুর সাধা।
লুকানো পথ ছবিতে নাঁও বাওয়া,
রঙ ধরানো তুলিজলের টানে
রবি হাসি খবর ছুটে আসা।
কথা সে সব কালে স্রোতের ডানা।
এখন সময় ঘরে ফেরার ডাকে
স্মৃতি ফেরায় আবার ভালোবাসা।
প্রেম সেটা তো মনেমনেই বাঁচা
যখন আকাশ রুপালি পথ দূরে
সুর মাখে রঙ মনের ধূসর পাতা,
মাটিতে বাস ঘাসের আশা-ছোঁয়া
শরীর বেগে বয়েস আবেগ-ধোয়া।
তাঁরা তবু তেমনি আজও আছে,
মনের ঘরে আগুন করা আলো
ফাগুনে সুর আবীর সানাই খেলা।
সময়ে ঠিক ফেরার যাওয়া গাড়ী।
আজ কি আবার আসার সময় রবে?
কলমে অমিতাভ সরকার, বারাসাত, কলকাতা