অনেকদিন পর তোমায় দেখলাম
সেই যেদিন রাত আটটার ট্রেনে
জানলার পাশের সিটে তুমি খোলা চুলে
চোখ বন্ধ করে ভাবের আবেশে
ঠোঁটের কোণে স্মিত হাসির রেখায়
আমার মন ভরিয়েছিলে
সেই শুরু সেই শেষ
প্রেম নিবেদনের আগে হারিয়ে ফেললাম তোমায়…
অনেকদিন পর তোমায় দেখলাম
সেই যেদিন ডায়রির খোলা পাতায়
তোমার একটা কাল্পনিক স্কেচ করে
ভেবেছিলাম মেলাব
তোমার চোখের পাতায়
বিন্দু বিন্দু ঘামের গন্ধে
যখন নোনা ঘ্রান নেব ভাবলাম
সেই শুরু সেই শেষ
হাত ধরার আগেই নেমে গেলে তুমি…
আবার অনেকদিন পর তোমায় দেখলাম
সেই যেদিন দীপাবলির আলোয় সাজল শহর
মাতাল মনে মনকেমনের
সেই স্বপ্ন আসার আগেই
রোডলাইটে উজ্জ্বল তুমি
ঘূর্ণি আলোয় বড় সুন্দর তুমি
কপালের বেগুনী টিপে প্রেমিকা তুমি
হারিয়ে গেলে তুমি
সেই শুরু সেই শেষ
আমার হৃদস্পন্দন শোনার আগেই পালালে তুমি…
অনেকদিন পর তোমায় খুঁজছি আজ
অন্তরের টানে প্রেমের সুবাসে নয়
মনের অন্তরালে আছো লুকিয়ে আজও
ছানিপরা চোখের জলছবিতে
চশমার কাঁচের ঝাপসা না হওয়া দৃষ্টিতে
খুঁজছি আর খুঁজছি
আরো একটা দীপাবলি
আজ জানো মন বলছে
আসবে তুমি সেই প্রিয়তমা হয়ে
আমার না বলা অনেক কথা শুনতে।।
–নীলাঞ্জনা সরকার
কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন রোজনামচা আমি-বিপ্লব ক্ষত মানসী-কিনবে-গো মনোস্কামনা সংগ্রাম আমি-নারী
Apekhhaiiiii moner khushi
Bhalo hoyeche
[…] লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন অপেক্ষার-উৎসব […]