ছবি : মন ও মৌসুমী
কত হুমোপাখি আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে,
পৃথিবীর বুকে কত অনাথ শিশু কাঁদে,
সকলেই রাস্তায়,ডাস্টবিনে কিংবা পরিত্যক্ত স্থানে
নাম ঠিকানাহীন অনাহূত অতিথি।
অনেকেই দৈহিক চাহিদা চরিতার্থ করে
ডিম পাড়ে, কিন্তু সে ডিমের দায়িত্ব নেয় না,
অলিতে-গলিতে পড়ে থাকে আগাছার মত,
শেষে কেউ কেউ কলসত্রি হয়ে যায়।
রঙিন দুনিয়ার অন্দরমহলটা কালো,
যেখানে আলোক প্রবেশ করেনি কখনো,
অন্ধকারের ভিতরে ঘটে যাওয়া ঘটনাগুলো
প্রকাশ্যে এলে তারাই আবার গেল গেল রব তোলে।
এখানে ও বকধার্মিকের উপস্থিতি বড় বেশি,
বাইরে হরি হরি করলেও ভিতরে আমিষভোজী,
কিন্তু দোষ হয় শুধু খাদ্যগুলোর,
আর খাদক নামাবলী চড়িয়ে ঘোরে।
কি আজব এই সমাজ আর মানুষ,
অপরাধীরা বিচারকের আসনে অধিষ্ঠিত,
নিরপরাধীর দল কঠিন শাস্তি ভোগ করে,
কত সাক্ষী,কত সাক্ষ্য প্রবলের ভয়ে কূপমন্ডুক।
কলমে শ্রীমন্ত দে
প্রকাশিত গ্রন্থ-নৈঃশব্দ্যের বর্ণমালা,কবিতার পরমান্ন ইত্যাদি।বিভিন্ন পত্র-পত্রিকা কবি লাভ করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
