ছবি : মন ও মৌসুমী

সেক্যুলার দেশে ধর্মের বাজার, চলছে দেখো এই ভন্ড দেশে,
ভোট খাদ্যের ইফতারিতে, ভন্ডরা সব সাদা-ছদ্মবেশী ।
বাবরি ভাঙলে সকলের কষ্ট, দেশ ভাঙলে কিছুই নয়।
সন্ত্রাসবাদী মরলে মানবধিকার, সৈনিক মরলে তা কিন্তু নয়।

সত্য লিখতে কলম ভাঙে, এ কথাটা মিথ্যে নয়।
সত্য কথা খবরে আনতে, সম্পাদনকারীর প্রাণের ভয়।
পুলিশ-প্রতিবেদক তোজোর কুকুর, মন্ত্রীর পায়ের সোনার নুপুর,
চলছে তাদের আজ্ঞা মতন, দেশ কে আবার কেউ করে কি যতন।

ধূলাগড়ে ভাঙল সেদিন, স্কুল ভাঙল নন্দীগ্রামে
ক্রমে ক্রমে দেশ ভাঙছে, ধর্মনিরপেক্ষতার নামে।
গীতা পাঠ নিষিদ্ধ করা, ছাত্র দের বিদ্যালয়ে,
মাদার্শাতে কিন্তু চলছে কোরান, মাইনোরিটি-দের হচ্ছে জয় ।

গরু কাটা বন্ধ হলে, উদারবাদি পাচ্ছে ভয়।
হিন্দু পুজো বন্ধ হলে, তাদের কি তেমন কষ্ট হয়।
মন্ত্রী-সন্ত্রী ছড়িয়ে বেড়ায়, প্রতিবাদের কিসের শঙ্কা,
নোট থাকলে সব-ই হবে, আজ আবার কে পোড়াবে লংকা ।

 

কলমে অর্ণব দাশগুপ্ত

একজন অন্তর্মুখী, স্বপ্নপ্রবণ, ও নীরবে কথাবার্তা করা মানুষ। 



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here