Photo : The Wire
নিঃসঙ্গ ভেবোনা নিজেকে। রোদ্দুর গায়ে মাখো।
তুমি নিজেই রোদ্দুর হতে চেয়েছিলে।
আজ তোমার রোদ্দুরের সাথে থাকার সময় ,
যেখানেই কথা দেওয়া থাক, বাকী কাজ
বাকী পড়ে থাক, পুড়ে গেছি ক্ষতি নেই
কিছুদিন হোক বাত্যয়। রোদ্দুরের সাথে থাকো।
সম্পর্কে সাথে থাকা জরুরী নয়। ভাগ্যিস প্রজাপতির
নামকরন হয়নি এখনও।গোলাপকে যা ইচ্ছে নামে ডাকো ।পিয়ারী হতে পারে, ভাসানী বা সানসিল্ক।
সত্যি ভালবাসা গোলাপের মতো। ছুঁয়ে থাকো।
কাঠবিড়ালী গাছের ঠিকানা খোঁজেনা। খোঁজে কোটর।
ঠিকানা সব্বার ডানা কাটে। আমি গগনবিহারী চিল। আজ দুর্দিনে ঘরের ভিতর হারিয়ে যাচ্ছে ঘর। খুলে দাও সদরের খিল। ঠিক খুঁজে পাবে অজানা আশ্রয়।
রোদ্দুর তোমার অপেক্ষায়। রোদ্দুরে বিশ্বাস রাখো। ।
কবি পরিচিতি : পার্থ সরকার, পেশায় ব্যবসায়ী ।নেশায় ক্যানসার আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ করেন Rotary ও UNICEF এর সাথে । ভালবাসা দেশ বিদেশের কবিতা লেখা ও পড়া ।
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941