আমি তোমার অস্তিত্ব।
যে মেয়েটি লাল শাড়ি পরে ভারতমাতা সেজে,
যে ছেলেটি পতাকা হাতে স্কুলের মাঠে বসে,
যে মা আজও বিভ্রান্ত ভোটার লিস্ট দেখে,
যে বৃদ্ধ বসে আছে হাতে রক্ত খবর পড়ে,
আমি তাঁদের ভবিষ্যৎ-
আমি বিপ্লব।
Bose -কে বলতে শুনেছি লড়ার কথা,
Khudiram-কে মরতে দেখেছি ,
সে যে ফাঁসির দড়ির কথা-
বিপ্লব আমি-
মহাভারত নয়,এ যে চাণক্য নীতির কথা-
ঘুরে দাঁড়াও অর্জুন হয়ে নয়,
সারথি কৃষ্ণের চক্র হয়ে-
বিপ্লব আমি ,
অবহেলা করো না আমায়।
কারাবাস আমার নয় ,তোমার নয়
এ যে শুষ্ক পথ-
রক্ত ঢালো, ভিজিয়ে দাও,
তুমি ক্লান্ত নয়, পরিত্যক্ত,
ফিরে তাকাও বট বৃক্ষের মতো
নিজের শিকড় কে অস্ত্র করো, শান দাও,
যে পুরুষ রিক্ত হাতে সিক্ত চোখে দেখে,
যে শিশুটি পথের ধারে পসরা নিয়ে বসে,
যে নারী পথে পরাধীন লোলুভ চোখের বাস এ,
যে ভন্ড মন্দিরেতে পূজারী ফকির বেশে,
আমি তাঁদের বিপ্লব, যারা-
স্বাধীনতার পিপাসা স্তব্ধতায় বোঝে-
অন্ধকারে মনের বিজলী বাতি জ্বালে-
আমি তাঁদের বিপ্লব ,তাঁদের ভবিষ্যৎ-
যারা আগুন নিয়ে খেলে।
…………..নীলাঞ্জনা সরকার………..
কবি নীলাঞ্জনা সরকার এর কলম থেকে —
“ছোটবেলা থেকে কবিতার আর গল্পের প্রতি আকৃষ্ট আমি। তবে কবিতা লেখার শুরু , নিজের প্রতি ভালোবাসা থেকে। মনে হয় কিছু শব্দ যা মনের মধ্যে খেলা করে তাকে একটু কলমের ছোঁয়া দি। জানিনা কতটা কবি হতে পেরেছি, তবে এতটুকু বিশ্বাস রাখি নিজের মনের আয়না হয়ে উঠতে শিখছি।“
এই লেখিকার আরো লেখা পড়তে ক্লিক করুন রোজনামচা ক্ষত মানসী-কিনবে-গো মনোস্কামনা সংগ্রাম আমি-নারী
অপুর্ব
বিপ্লব দীর্ঘজীবী হোক।
Fatafati
Khub sundar