একটু খানি জানলা আমার নিয়ে মনের সাধ,
খোলা থাকে আকাশ পানে দিন হোক বা রাত।
একটু খানি জানলা দেখায় দূরে গাছের সারি,
সবুজ রংটা ছুঁয়ে দিয়ে, বলে করবো না আজ আড়ি।
ছোট্ট আমার জানলা খানি দেখায় নীল দিগন্ত,
মেঘ,বৃষ্টি,রঙের খেলা যেথায় সদাই বারন্ত।
একটু খানি জানলাতে রোজ এক ফালি রোদ হাসে,
তোমায় নিয়ে স্বপ্নগুলো তাই উজ্জ্বলতায় ভাসে।
ছোট্ট আমার জানলা থাকে তোমার প্রতীক্ষায়,
চাওয়া-পাওয়ার হিসেব কষে নিয়ে অনেক আশায়।
শুধু ওই জানলাটুকু আমার মন খারাপের সাথী,
টাপুর -টুপুর বৃষ্টি হলেই মোরা পাগলামিতে মাতি।
একটুখানি জানলা আমার শেখায় হাজারো প্রতিবাদ,
আমার দেখা সিগ্ধ সকাল আর জোৎস্না ভরা রাত।
ছোট্ট আমার জানলা তবুও আমার মনের মুক্তি
মান-অভিমান,সুখ-দুখের জীবন জয়ের শক্তি।।