পশ্চিম ঘাটে মাটির কুঁজোয় জল ভরে নিয়ে হেঁটে চলেছে দুটো অস্পষ্ট পা,
এবড়ো থেবড়ো নক,ভৌতিক চেহারার বিবর্ণ মুখ,
কতকাল যেন কেউ কথা বলেনা,খোঁজ নেয় না,খাবার পরিবেশন করে না।
কথা দিয়ে যারা চলে গেছে দক্ষিণ দিগন্তে
তাদের ফিরে আসার সম্ভবনাও আর নেই।
অলিতে গলিতে মাঝে মধ্যে সাড়া শব্দ আসে বউ পালানোর গল্পের,বিলেত ফেরত একুশ ছুঁয়ে কুমারী মেয়ের সমন্ধের।পত্নী বিয়োগ পঁয়ত্রিশ বছরের যুবকের দ্বিতীয় বিয়ের।
কেবল নিস্তব্ধতা ঢেকে দেয় অন্ধকার গুহার ভেতর।
বোবা ভিক্ষুক যেখানে ভাত ফুটিয়ে নিজের মুখে এঁকে নেয় ক্ষুদা তৃষ্ণার আলাপন।
প্রতি রাতে তৈরি হয় নতুন নতুন বিভাজিকা,
আবার রাত্রি শেষে বেরিয়ে পড়ে জলের সন্ধানে…….
কলমে বর্ণালী ভুঁইয়া, পশ্চিম মেদিনীপুর