এক নীরব ঘাতকের অত্যাচারে সবকিছু জ্বলে পুড়ে ছারখার
অনেক তো জ্বালিয়েছিস এবার তো পিছু ছাড়।
কেন আসিস সঙ্গোপনে?
কেন মানুষকে নিয়ে যাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে?
তুই আসলে কি চাস
কেন মানুষকে বানিয়ে রেখেছিস নিজের ক্রীতদাস
তোর জন্য কত সময় হয়ে যাচ্ছে নষ্ট
তোর জন্য পাচ্ছি অবর্ণীয় কষ্ট
সবার প্রাণ পেয়ালা পান করতে করতে তুই এখন সর্বভূক
তুই তো এক অপ্রত্যাশিত আগন্তুক।
তোর কারণে কতজনের জীবনে নেমে এসেছে ঝড়
তুই আরামে বাইরে ঘুরিস আর আমাদের ঠাঁই হয়েছে ঘর
সুখ শান্তি কবেই তো কেড়ে নিয়েছিস
উন্নত বিশ্বের বুকে এক বিরাট বড় প্রশ্নচিহ্ন একেঁ দিয়েছিস
তুই তুরীয়ানন্দে বেড়াস ছুটে
সবার সহ্যের বাঁধন যাচ্ছে টুটে
দিন দিন সংখ্যায় বেড়ে ভালোই হচ্ছে তোর প্রাপ্তি
একদিন না একদিন পাবি এর শাস্তি
একদিন তোকে করতে হবে প্রস্থান
একদিন নিশ্চিহ্ন করা হবে তোর বাসস্থান
একদিন তোকে হবে মরতে
একদিন তোকে বাধ্য করা হবে এই দুনিয়া ছাড়তে
মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে
আধাঁরের বুক চিঁরে আলোর স্রোত ঠিকই আসে
একদিন আমরাও হাসবো
একদিন আমরাও সুখের বন্যায় ভাসবো
এতদিনে অনেক কিছুই হয়ে গেছে বিবর্ণ
একদিন আমাদের পৃথিবীই হবে সুন্দর সুবর্ণ।
কাশফিয়া নাহিয়ান
কবিতার মধ্য দিয়ে সবাইকে আনন্দ করি দান