শরতটা এসে গেছে বেশ করে,
ভোরবেলা ঘাস জুড়ে হিম পড়ে।
গাছতলা ফুলে ফুলে ভরে থাকে,
সুবাসটা এসে যেন ছোঁয় তাকে।
সকালের ঝলমলে আলো এসে,
উঁকি দেয় জানলাতে ভালোবেসে।
শিউলিরা সাদা খামে চিঠি লিখে,
পাঠায় যে আগমনী দিকে দিকে।
গ্রাম-পথে বাউলের একতারা,
ছুটে চলে সেই সুরে দিক-হারা।
সাঁঝবেলা চুপি চুপি বাঁকা চাঁদ,
টলটলে দীঘি-জলে দেখে সাজ।
রাতে ওই আকাশের নীলিমায়,
লাল পরী নীল পরী গান গায়।
সেই গান শুনে আসে আগমনী,
পায়ে তার নূপুরের রিনিঝিনি।
রাখালের আড়-বাঁশি শুনে তাই,
সুরে সুরে আবাহনী গান গায় ।
সেই গান শরতের আকাশেতে,
ভেসে-ভেসে চলে যায় দূর-দেশে !!
কলমে গোবিন্দ মোদক
শিক্ষাগত যোগ্যতা:-M.Com(C.U.)। পেশা:- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post-এ কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া। অপছন্দের বিষয়:- যে কোনও ধরনের রাজনীতি।
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, রূপকথার রূপ-কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।