জ্যোৎস্নার নৌকায় চেপে
রূপকথার পরীরা
এখন আর স্বপ্নের
জগতে আসে না।
ব্যঙ্গমা ব্যঙ্গমীরা এখন
পুরোনো অতীত,
আজকের গল্পের ঝুলিতে
থাকে আধুনিক জীবনের
প্রাত্যহিকী।
রূপকথার পরীরা
এখন আর স্বপ্নের
জগতে আসে না।
ব্যঙ্গমা ব্যঙ্গমীরা এখন
পুরোনো অতীত,
আজকের গল্পের ঝুলিতে
থাকে আধুনিক জীবনের
প্রাত্যহিকী।
স্যঁতলা ধরা কলতলায়
জায়গায় হয়েছে জাকুযি
ঠাকুমারা এখন ইতিহাস।
মোবাইলের গেম একাকীত্ব
ঘোচানোর যন্ত্র এখন,
যন্ত্রনা কে লিপিবদ্ধ করতে
হোয়াটসঅ্যাপের চ্যাটিং।
শৈশব দুরন্ত গতিতে পার
হয়ে বাস্তবের রুক্ষ জমিতে
আছড়ে পড়ছে।
কমনিয়তা নেই আছে
জীবনবোধের প্রাচুর্যের
হাতছানিতে সাড়া
দেওয়ার তাড়া।
অনিবার্য ভাবে গল্প গুলো
তৈরি হয় ভোগবাদ ও
অত্যাধুনিক তার চাকচিক্য নিয়ে।।
প্রবীর ভদ্র এর কলম থেকে “লেখা আমার পেশা নয়, আমার নেশা।
আমার আবেগতাড়িত মন ভাসিয়ে নিয়ে যায় আমাকে শব্দ ছন্দের দোলায়।
মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করার ও তাঁদের অনুভূতি অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।”