হে ঈশ্বর ! তোমার সৃষ্ট পৃথিবীতে কেন এই অবিচার ?
কেন এই ছিন্নভিন্ন জীর্ণ দশা –
শুনতে পাওনা ক্রন্দনরত শিশুর হাহাকার !
দেখতে পাওনা মায়ের চোখের জল ?
অবিচারই কি শুধু গরীবের প্রাপ্য ?
তাদের জন্য কি এই ভগ্ন স্বাস্থ্যে অশ্রু মেশানো আর
শূন্যতা পূর্ণ হৃদয়ে কিছু জুটবে না !
ভালবাসা-ভাললাগা কিছুই থাকবেনা !
আমাদের সকলের প্রার্থনায়
এই কঠিন কষ্ট প্রাপ্ত মানুষগুলো কে –
অন্ন দাও, বস্ত্র দাও, শিশুদের মুখে পুষ্টি দাও,
পড়াশুনা করে মানুষ হতে দাও ।
এরাই একদিন আমাদের সমাজকে বদলে দেবে ।
হে ঈশ্বর ! তোমার আশীর্বাদে তোমারই পৃথিবীতে
অবিচার আর দেখতে হবে না –
দেখবো কেবল দিনের শেষে শীর্ণ মুখের হাসি
আর ক্লান্ত চোখের ফিরে পাওয়া স্বপ্ন।
অবশেষে মানুষের হৃদয়হীনতা আর থাকবে না,
ভালবাসা মনুষ্যত্বে মিশে গিয়ে পরিপূর্ণ সমাজ দেবে
অবিচার ও বিচারের উর্ধ্বে গিয়ে –
মন একদিন সব ফেরৎ পাবেই ।
কবি পরিচিতি : বিকাশ রায় ,অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার। ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা খুব পছন্দের বিষয়। বিভিন্ন ওয়াল ম্যাগাজিন, স্কুল ও বিশ্ব বিদ্যালয়ের পত্রিকার সাথে যুক্ত থাকার দরুন কলম ইচ্ছে ডানায় ভাসতে চায় আজও।