পৃথিবী আজ বিপন্ন,বিপর্যস্ত
চারিদিকে হাহাকার, অস্হিরতা।
এক অদৃশ্য করোনার শৃঙ্খলে আবদ্ধ,
মানব জাতি ,আজ মুখ ঢেকেছে মুখোশে।
স্কুল, কলেজ বন্ধ,তালা লেগেছে দোকান পাটে,
শেয়ার বাজার পড়ে, ব্যবসা উঠেছে লাটে।
পেট ভরে জোটেনা দুবেলার আহার,
এক ফোটা অক্সিজেনের জন্য লেগেছে হাহাকার।
মরক লেগেছে চারিদিকে, মৃত্যু মিছিল ধরনীতে,
চিতা জ্বালাবার যায়গা নেই আর শ্মশান গুলিতে।
কোথায় বা মুসলীমদের শব যায় হিন্দুদের ঘরে,
আবার কোথাও হিন্দু দাফন হয় মুসলিম কবরে।
হাসপাতালে বেড নেই,অক্সিজেন সং কট
শ্বাস নিয়ে বাঁচার জন্য লড়াই হাহাকার,
এর মাঝে কারো কারো পৌষ মাসের সমাহার।
অক্সিজেন বিক্রি হয় হাজার হাজার টাকায়,
প্রিয়জনের শব দেখাতে , দফায় দফায় টাকা চায়।
কালোবাজারি ছেয়েছে কোথাও কোথাও,
করোনা রোগীর অঙ্গ আবার ; কোথাও
নীরবে কেটে নেওয়া হয়।
হে দয়াময় !শান্ত করো ধরনীকে,
মানুষ তার কৃতকর্মের ফল ,পাচ্ছে যথাযথ ভাবে।
গাছ কেটে মানুষ বানিয়েছে ইমারত,
আজ তাই দিকে দিকে অক্সিজেনের অভাব।
হে দয়াময়!তুমি ই ভরসা,
শান্ত করো ধরিত্রী মাকে,
দেখাও আলোর আশা।
কলমে মিঠু দাস পাল, দিল্লী
একজন গৃহবধূ।পড়তে ও শিখতে ভালোবাসি।বর্তমানে একটু আধটু লেখার চেষ্টা করি।কয়েকটি পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে।আরো অনেকে অনেক শেখার বাসনা নিয়ে এগিয়ে যেতে চাই।