মুঠোর মধ্যে আষাঢ়
বুকের ভিতর রেখে গেছি
বৃষ্টিগন্ধী মন
সোঁদা হাওয়ায় নিঃশ্বাস নিলে দেখি
মেঘ রাগের আলাপন
মুঠোর মধ্যে জুঁই
ঠোঁটের ভিতর রেখে গেছি
বর্ষার দিন
দমকা বাদল হাওয়ায় ওড়ে
ছাতা রঙ্গীন
মুঠোর মধ্যে জুন
চুলে লেগে আছে
চেরাপুঞ্জী মেঘের শিষ
বর্ষণ মুখরিত রাস্তায় একা
শ্রী চারশো বিশ
মুঠোর মধ্যে বিদ্যুৎ
শাড়ির ভাঁজে লেগে থাকা
মেঘলা অক্ষর
খাতার পাতায় পুরোনো কবিতাদের
জলদ মন্দ্র স্বর …
কলমে সুকন্যা সাহা, কলকাতা
হাইকোর্টে প্র্যাকটিস, বর্তমানে রাজ্য সরকারী কর্মচারী। বর্তমানে পরিচিতি ছোটো গল্পকার হিসেবে। আজকের সম্পূর্না, শুভম সাময়িকী , সানন্দা, প্রথম আলো, ফেরারি কাব্য সংকলন , কালি কলম ও ইজেল সহ বিভিন্ন পত্রিকা ও অসংখ্য লিটল ম্যাগ এ লেখা প্রকাশিত। প্রকাশিত কবিতার বই “অন্তর মহল” ….