আত্মহত্যা

0
762
আত্মহত্যা বড় মহাপাপ, সকলি মানুষ জান,
মহানরকের সেই আগুনে ছুটে যাও তবে কেন?
আমি আত্মা, আমি সৃষ্টির এক নিরাকার রূপ,
দেখি যে হেথায় কত অন্যায় অত্যাচার, শুধু রয়ে যায় চুপ।
আমি অমর, ‍আমি অক্ষম
তাই চলার শক্তি নাই,
মানবের দেহ খাঁচাখানি তে
বিধাতা দিয়েছে ঠাই।
সমঅধিকার নিয়ে আমি আসি যে মানব ঘরে,
তবু বুঝি না, কেন যে আমায় ঘৃণা করে কেউ
ছুরে ফেলে দেয় দূরে?
সমাজের কিছু বাহুবলিরা আমাকে যে দেয় বলি,
যদি না শুনি তাদের কথা, আর সেই পথে নাই চলি।
ভিখারী থেকে রাজার বংশে সবদেহে মোর বাঁসা-
কামর, কুমোর, মুচি, মেথর
সকল জাত আর চাষা।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমার সকল ধর্ম সমান,
আমার কাছে সবাই মানুষ, শুধু চায় তার সম সম্মান।
ললাটে তোমার কেউ লেখে নাই শিশুর জন্মকালে,
ধনী গরীব আর জাতি ভেদাভেদ, তবে কেমনে খুঁজে পেলে?
আমি আত্না, আমি চায় সকলের খুশি আর সব মানুষের জয়,
সমাজের কিছু বাহুবলীরা তবুও আমাকেই করে ক্ষয়।
আমি অক্ষম, আমি বোবা তাই বোঝাতে পারি না বলে,
আমি কাঁদি, আর শুধু ব‍্যাথা পায় অপমৃত‍্যূ হলে।
আমি সকলের দেহে সমানভাবে বাঁচতে হেথায় চায়,
দেহটা তোমার অক্ষম হলে অন‍্যের দেহে যায়।
রাজা, নবাব আর উকিল মহাজন,
বিচারক, অভিনেতা,
টাকার জোরে কি পেরেছ কিনতে আমার এই আত্মাটা?
আমি স্রষ্টার এক অমর সৃষ্টি, কেউ করতে পারে না ক্ষয়,
আমাকে কাঁদালে সেই পাপিদের করি আমি হেথা লয়।
তোমাদের লেখা অনেক ইতিহাস এই ধরাতেই পাবে,
কত রাজা নবাবের পাপের বংশ ধ্বংস হয়েছে ভবে।
এক জন্মের পাপের সাঁজা
বহিবে অন্য বংশ,
কত পরিবার কত সংসার হয়েছে হেথায় ধ্বংস।
তবু বোঝে না পাপিদের দল
করতে নিজেকে জয়,
গুলি, বারুদ আর গলার ফাঁসিতে
আমাকেই করে ক্ষয়।
ঘাতক সাজিয়া সার্থের লাগি, বলি যে দেয় আমাকে,
আমি নিরুপায় শুধু যে কাঁদি সমব‍্যাথা পায় দুদিকে।
শোন বাহুবলি অর্থের লোভী যত কিছু করো তুমি,
হবে অক্ষম তোমার দেহ, যদি নাই থাকি আমি।
শশ্মাণের ঘাট, কবর খানায় যেতে তোমাকেই হবে,
মানুষ হয়ে তবে , মানুষের খুন কেন করো এই ভবে?
টাকা পয়সা ধন দৌলত কিছুই তোমার নয়,
তুমি এসেছ শুন‍্য, যাবে যে শুন‍্য, সব করে হেথা ক্ষয়।
আমি আত্না-আমি রইব অমর
হেথায়,
এই পৃথিবীতে শুধু আমার হবে জয়।

কলমে প্রদীপ দে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here