আসছি …

3
2648
আসছি

চোখ বুঝলেই দেখতে পারছি,
মহাপ্রভুর সেই গলি,
মনের কথা স্পষ্ট যেথায়
ইচ্ছেরা খেলে হোলি.

এগিয়ে চল ,একটু আগেই
আমার প্রিয় স্কুল.
দিদিরা যেখানে আজও রয়ে গেছে,
ফোটাতে নতুন ফুল.

হ্যাঁ , আরও একটু, এগিয়ে গেলেই
ওখানে পলুর বাড়ি
কত খুনসুঁটি, মনে রয়ে গেছে,
কত রাগ, ভাব আর আড়ি.

এই তো এবার পৌঁছে গেছি
নিজের পাড়ার বাঁকে.
ওই , আমার দোতলা বাড়িটা
রোজ হাতছানি দেয়, ডাকে.

দরজা খুলে মা আমার
অপেক্ষারত জানি,
এসে গেছি মা,সুদুর-বাসিনী
তোমার চোখের মনি…

মৌসুমী

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here