সালংকারা

0
1292
সালংকারা Photo By: Nargis Pervin

আবার একবার তোমাকে দেখলাম-
তোমাকে শুনলাম-
তোমাকে দেখে কষ্ট হল, কিন্তু চোখে জল এলো না। রাগ হল!
আর কত নিজের পায়ে নিজের কুড়ুল মারবে মেয়ে!
আর কত হা-হুতাশ করবে?
অনেক বছর তো পার করলে-
কিছুই শিখলে না?
মান-অভিমান অনেক তো হল।
এবার না হয় ওগুলো বর্জন করো ছিঁড়ে যাওয়া শাড়ির মতো।
হুক ছেঁড়া ব্লাউজের মতো।
কেউ মনে রাখবে না, বিয়ের আগে কি ছিলে-
কত ভালো গান গাইতে, কত ভালো নাচতে।
কেউ মনে রাখবে না তোমার স‍্যাকরিফাইস।
আর কেনই বা তুমি তা করবে?
আর কতদিন নিজের আত্মসম্মান, আর ইচ্ছাগুলোকে বিয়ের গয়নার মতো সিন্দুকে ভরে রাখবে?
এসো মেয়ে, আত্মসম্মানে সালংকারা হও!
স্বমহিমায় উঠে দাঁড়াও!
নিজেকে বাঁচাও মেয়ে; নিজের জন্য বাঁচো।
দুর্গা হয়ে বাঁচো!

 

কবি  : নার্গিস পারভিন

Writer : Nargis Pervin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here