রাত্রি তখন থমথমে —
নিকষ কালো আঁধারে মধ্যগগনে চন্দ্রিমা
জগতের ক্লান্ত দু-চোখ গভীর নিদ্রায় নিমজ্জিত,
ঘড়ির কাঁটার দীর্ঘশ্বাস সুস্পষ্ট হয়ে
ইঙ্গিত দিয়ে চলেছে সময়ের
থামেনি তখনও কবির কলম,চলছে অবিরাম
লিখছে ভবিতব্যের কথা, বাস্তবতার বার্তা
এই পরিবর্তনশীল বাস্তবের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে
কবিকে হতে হয়েছে যাযাবর
কবি মনের নির্দিষ্ট নেই কোনো ঠিকানা
ভবঘুরের মতো ঘুরছে মানব মানচিত্রের এদিক ওদিক
কবি ভাবনার অন্ত নেই, নেই কোনো বিশ্রাম
ক্লান্তহীন হয়ে জুগিয়ে চলেছে আমাদের বেঁচে থাকার রসদ
কবির মৃত্যু হতে পারে
কিন্তু কবির ভাবুক হৃদয় চিরন্তন সত্ত্বা
তা পৃথিবীর পরিধি জুড়ে আজীবন রয়ে যাবে।

কলমে অভীপ্সা সরকার

Write and Win: Participate in Creative writing Contest & International Essay Contest and win fabulous prizes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here