একটা বাড়ি—
সবকিছু ঠিকঠাক, দরজা জানলা—
সিঁড়ি– ঝুলবারান্দা—
বাইরে থেকে বোঝার উপায়ই নেই, বাড়ির ভেতরটা এত ভাঙাচোরা।—
সকাল বিকেল এক একটা ছবি টাঙানো
এক একটা ঘরে,
পাপোষের তিন রকম ফুল মাড়িয়ে আসা যাওয়া—
আয়নার কাঁচে যার মুখ তার মুখ,
সেতার ছুঁয়ে কারো ছায়ানট—
কারো তিলককামোদ— আর এভাবেই—
আলাদা আলাদা টব আর তার চেয়েও আলাদা
ফুলের রঙ ও গন্ধ।
এইরকম বিপরীত মানচিত্রে—
যার যার হাঁড়িতে দুবেলা ফুটতে থাকে
বিদ্বেষ ক্রোধ আর কলহ। অথচ–
বাইরে থেকে বোঝার উপায়ই নেই,
বাড়ির ভেতরটা এত ভাঙাচোরা–

একটা বাড়ি।

কলমে সমাজ বসু, গড়িয়া

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী (ভারতীয় রেল)। বহুদিন যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত। ছোটদের পূজাবার্ষিকী “জাদুকাঠি”রং সম্পাদক। লেখালেখি ও অধ্যায়নই অবসরযাপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here