আজ ইস্কুলে যাবো না, রাস্তায় রাস্তায় ঘুরবো
শিক্ষিত নগরে আজ, দৃষ্টির স্বাধীনতা আর আত্মবোধ খুঁজবো।
সংকীর্ণ দৃষ্টির কষ্ট দেখে বিচলিত হৃদয়ে-
ভাবনার আপন অন্ধকারে, আপন মুক্তির ঠিকানা খুঁজবো।
জীবনের তুচ্ছতায়, স্বার্থের প্রতিদ্বন্দ্বীতায়
দৃষ্টির স্বাধীনতা ফিরে আসে, এসে বলে-
হৃদয়ে আনন্দ বেঁচে নেই, নেই পরমানন্দের আকাঙ্ক্ষা
আনন্দ শূন্য শিক্ষায় তুমি কতটা মুক্তি পেলে।
আনন্দশূন্য শিক্ষায়, মুক্তি কেবলই পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়
শিক্ষা না হয় আনন্দ ভুলে গেছে, আমি তো নিরানন্দ নই।
কলমে সাব্বির আহম্মেদ
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941