ঝরে পড়ো শবনম

কলমে শুভব্রত ব্যানার্জ্জী

0
392

ঝরে পড়ো শবনম-
ঝরে পড়ো গাছের পাতায় ঘাসের ডগায়,
তাদের কৃষ্ণসার তনু আবার হরিৎ হয়ে
মেলে ধরুক তাদের নয়নাভিরাম সৌন্দর্য
পৃথিবী আবার বাচুক সবুজ হয়ে ।
ঝরে পড়ো শবনম-
ঝরে পড়ো বাতাসের সমস্ত কলুষতা নিয়ে
সর্বংসহা ধরিত্রীর বুকে
বাতাস নির্মল হোক, সৃষ্টিকর্তার সৃষ্টি বাঁচুক
বাঁচুক বিশুদ্ধ বাতাসে শ্বাস নিয়ে ।
ঝরে পড়ো শবনম-
ঝরে পড়ো সিঞ্চন অভাবে মৃতপ্রায় গাছের ওপর
শীর্ণকায় গাছগুলো পুনর্যৌবন লাভ করে
বাঁচুক প্রাণভরে নব কলেবরে
সারা অঙ্গে তোমার স্পর্শ পেয়ে ।

কলমে শুভব্রত ব্যানার্জ্জী ,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here