নির্যাস শূণ্য ভালোবাসার তিক্ত অভিজ্ঞতা
গঞ্জনা, প্রবঞ্চনা, ব্যভিচারের অত্যাচার
অনুভূতিহীন হৃদয়ের কঠোর নিষ্ঠুরতা
ক্ষতবিক্ষত অন্তর খানি আঘাতের আঘাতে জেরবার
জীবনের তহবিলে জীবন্ত লাশের ব্যর্থ দিনযাপন
পাষাণ সম নির্বাক তুমি, নেই জীবনের অধিকার
বন্ধনহীন সম্পর্কের সমীকরণে গরমিল, কে পর কে ই বা আপন
নাট্যমঞ্চে মোরা অভিনয় করি, কৃত্তিম পরিবার
কে তুমি ? আমারতো নও, তবে কার ?
আমার আমিত্ব আমা মাঝে সমাহিত, ভয় নেই হারাবার
ভালোবাসা, সে তো কথার কথা, প্রেমপর্বে তাই প্রবল ব্যর্থতা
ভোগ বিলাসের আবরণে ঢাকা অর্থের কারবার
হৃদয় ভাঙার খেলায় মেতেছো যখন, ভাঙবে যে বারবার
হাসবে খেলবে ভাসাবে শোকে, আসবে ফিরে আর বার
কখনো শুনেছো হাওয়ার ফিসফিসানি, কানে কানে ডেকে কয়
ভালোবাসা যদি বাধিতে না পারো, সে তো চরম পরাজয়
লাভ-ক্ষতির যত অকারণ হিসেব, শেষে মিলেমিশে একাকার
চলে যেতে চাও ? ফিরে তাকিও না পিছে
মায়ার বাঁধনে হৃদয় কোটরে যন্ত্রণার হাহাকার
যে যেতে চায় তাকে যেতে দাও, মিথ্যা বিলাপ, সবই তো মিছে
গরল সাগরে তুমি অমৃত চাইছো ! নিঃশেষে হবে ছারখার
আজ যে তোমার কাল সে তো আলেয়া
অযথা খুঁজিবে কোথায় ?
হৃদয়ে না হয় সঞ্চিত থাক কিছু অযাচিত তিরস্কার
কীর্তির মাঝে বেঁচে থেকো তুমি হৃদয়ে গড়ো কারাগার
মানুষের হৃদয়ে তব চিরবসত হোক, অভিমানে দূরে থেকো না আর
কাছে ডেকে সবে আপন করো, তবেই তো তুমি সবার।
কলমে নিপা রায়, শিউলী,তেলেনিপাড়া