সবাই বলে পাল্টে গেছে জীবন,
থমকে গেছে আকাশ,
কমেছে মানুষের আনাগোনা পথে, দোকানে ও বাজারে,
স্বপ্নগুলো আর আসে না মেঘের পিঠে চড়ে।
আমি বলি তাদের,
তবুও তো চলছে জীবন,
জীবনের পথে, জীবনের মতে,
ঘুরছে পৃথিবী তার কক্ষপথে।
জীবন পাল্টে যাওয়া কি এতোই সহজ,
ফুল কি আর ফুটবে না,
গ্রীষ্মকালে গরম হাওয়া কি আর বইবে না?
ঝড় আবার উঠবে কোনো এক রাতের অন্ধকারে,
উথাল পাথাল হবে মানব জীবন,
নতুন সকাল আসবে নতুন স্বপ্ন নিয়ে,
সূর্যালোকে বদলাবে জীবন,
পৃথিবী হবে রোগমুক্ত,
কালো ভয় যাবে ঘুচে,
শান্তি আসবে সবার জীবনে।
জীবন পরিবর্তনশীল তা কে না জানে,
রাতের পরে যেমন আসে দিন,
তেমন অসুস্থতার পরে আসবে সুস্থতা।
ঘরবন্দি জীবন যাবে মুছে,
অসুখ-আঁকা ক্যানভাস থেকে।
আমরা সবাই আবার হব মুক্ত,
যাব ভ্রমনে, যাব দেশান্তরে,
আলিঙ্গন করবো জীবনকে,
দেখা হবে চেনা বন্ধুদের সাথে।
নিশ্চয় বদলাবে চারপাশ,
সুস্থ জীবন ফেরা অবধি,
থাকুক মানুষের সাথে সাহস ও আশা,
থাকুক স্বপ্ন-পাখির আনাগোনা।
কলমে লগ্নজিতা
ইংরেজিতে মাস্টার্স। কবিতা ও গল্প লেখে অনেকদিন।
An excellent portrayal of hope in this situation of hopelessness. Brilliant execution of change and its constant nature along with the cycle of darkness and light.