দহনি নিঃশ্বাস

কলমে ঊষা দত্ত

0
579

বসন্ত এসেছে পলাশে ফাগুনে 

নকশীকাঁথা হৃদয় জুড়ে,  

শিমুল-পলাশে-গোধূলি-আবিরে 

কিশোর-কিশোরীর অন্তপুরে। 

কোকিলের টুঁয়োটুঁয়ো গানে মন ওড়ে,  

ফুলে ফুলে যেথা ভ্রমরেরা গুঞ্জরে। 

বসন্ত এসেছে দুয়ারে বাঁশরী বাজে ওই,  

রাধামন প্রেমের আগুনে পোড়ে সই। 

দখিনা বাতাস কানে কানে বলে যায়, 

প্রেমময় জীবন সদাই দহনি নিঃশ্বাসে ধায়। 

কলমে ঊষা দত্ত 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here