দেশপ্রেম কথাটা আজ জৌলুস হারিয়েছে!
কতগুলো মানুষ দেখি ক্ষমতায়নে ব্রতী,
ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত ;
খেউর শুনছি অবিরত
কতো নতুন নতুন কথা শুনতে
অভ্যস্ত হয়েছি ;
বাংলা-ইংরেজী অভিধানে এই
কথাগুলো নেই।
দেশটি জন গনতান্ত্রিক!
তবে দেশ শাসনে কেন দেখি
কেউ ছেলে কেউবা ভাইপো
কারো মেয়ে জামাই নিয়ে মাতামাতি
তখতে বসাতে।
আর স্বার্থান্বেষীরা লেজুড় হয়ে
ভুঁইফোর বড়লোক হয়ে যাচ্ছে
নয়তো ক্ষমতা আস্বাদন করছে!
মানুষ মারছে ছারপোকা মারার মতো ;
তুই তুকারির একশেষ….
এই তো দেশ প্রেমের নমুনা,
কোনো সরকারি কাজে উপঢৌকন ছাড়া চিন্তা করা যায় না ;
আর যাদের সামনে রেখে ভবিষ্যৎ গড়বে
আগামী প্রজন্ম..
তারা আজ নতুন আখ্যানে আখ্যায়িত
নব বুদ্ধিজীবী সঙ্ঘ
তাদের প্রেম ওতো পক্ষপাত দুষ্ট….
কোথায় দেশপ্রেম ! ?
কলমে কনককান্তি মজুমদার
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941