আমি কিন্তু আজ উন্মত্ত নই

  এম নাজমুল হুসাইন মাহমুদ 

0
400
আমি কিন্তু আজ উন্মত্ত নই
    মুক্ত আর কোলাহলপূর্ণ
নিরেট পাষাণ হলেও
        সেদিন লাল রক্তে,
রক্তিম হয়েছিল আমার রাজপথ।
  বাংলা আমায় শোভিত করেছিল
মাতৃভাষার মধুর আস্বাদে
    মমতাময়ী মায়ের ক্লান্ত-পরিশ্রান্ত
নয়ন আজও জলে সিক্ত!
  দিনশেষে আজও শহীদ জননী
মিথ্যা আশাতেও একটা প্রাণের খোঁজ চাই !
তার হারানো সন্তানের অস্তিত্ব পেতে চাই !
পিচঢালা বিরাণ রাজপথটা
       ঠিক যে তেমনটাই আছে।
অজস্র শহীদের রক্ত সেদিন
       নিমিষেই গোগ্রাসে গিলে নিলো ও!
সেই থেকেই তো বায়ান্ন,
               একাত্ততরের স্রষ্টা
সেই থেকেই বায়ান্ন,
            আমার বিজয়ের স্রষ্টা !

  এম নাজমুল হুসাইন মাহমুদ 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here