সেও শিল্পী –
গ্রীষ্মের রৌদ্রে মোড়া,
বর্ষাস্নাত কলকাতার রাস্তাঘাট,
তারও তুলিতে প্রাণ পায়।
সেও শিল্পী –
সমাপতনের মহানগরীতে,
ট্রাম – বাসের ঠুং ঠাং
তার ছবিতেও শোনা যায়।
সেও শিল্পী –
নিশীথের চন্দ্রালোকিত
উজ্জ্বল জ্যোৎস্নাবহূল রাতে তার ছবিতেও,
ঝি ঝি পোকার ডাক শোনা যায়।
তবুও,
“সেই শিল্পী”, একথা
কেও বলেনা –
কেনই বা বলবে? তবুও……
সেও শিল্পী –
সেও পারে আলো – আঁধারি ছড়াতে,
শুধু প্রতিষ্ঠা পায়নি,
এই যা।
কলমে অহন বসু, কলকাতা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
