তোমার আমার আবার দেখা হবে
প্লানমাফিক দেখা!
অনেকদিন থেকে অপেক্ষা করার দেখা!
তুমি আসতেই,
থেমে দাড়াবো আমি।
তোমায় দেখার প্রশান্তিতে,
হাসি ফুটবে মুখে।
তোমার আমার আবার দেখা হবে,
দেখা হবে চৌরাস্তার মোড়ে।
দেখা হবে নদীর ঢেউয়ের তীরে।
মাঝনদীতে নৌকা পথে দেখা হবে,
প্লানমাফিক দেখা!
কথাবিহীন প্রহর চলে যাবে,
পৃথিবী বুকে সন্ধ্যা নেমে আসবে।
দেখার সময় ফুরিয়ে আসবে,
তোমার আমার!
চলে যেতে হবে আলাদা পথে,
আলাদা ঠিকানায়!
তোমার আমার আবার দেখা হবে,
প্লানমাফিক দেখা!