অঙ্কন: সুমিতা বোস

দিনটি ছিল অমাবস্যা, জপের মালা হাতে
ঘন্টাখানেক সময় নিয়ে, বসি তপস্যাতে,
হঠাৎ শুনি বজ্ররবে কারুর যেন প্রবেশ,
শিবশম্ভূ নিজেই দেখি, প্রভুর একী বেশ !
মুখে মাস্ক, হাতে গ্লাভস, বুট জুতা পায়
স্যানিটাইজার ধারা ঐ ঝরিছে জটায়।
প্রভু বলেন ভক্ত আমার তোমার কথাই ধরো
বর চাইবে অনেকরকম? হাজার ডলার ছাড়ো,
খরচ বাবু বড্ডো এখন বেঁচে থাকাই দায়
কদিন বল বৌ এর কাছে হাত-টি পাতা যায়?
বৌ পেটানো ঐযে কিসব হয় তোমাদের ঘরে
কান টানলে মাথা আসে টাকার বর্ষা ঝরে।
আমার ঘরে করতে যাবার যেইনা করি চেষ্টা,
দূর্গা,লক্ষ্মী,স্বরো মিলে,বাপ-রে সেকি কেস টা!
দশ হাতে দশ ঝ্যাঁটা ঘোরে আমার মোটে দুটো,
মারের চোটে প্রানপাখিটা বুক করে দেয় ফুটো।
ঘরে আছে ছেলে দুটি, তাদের রকম দেখে,
ভরসা কোথায় হারিয়েছে একা আমায় রেখে।
পঞ্চাশ/ষাট ডলার তুমি দাওনা দিয়ে ভাই,
জম্পেস এক ডিনার কিনে কৈলাসেতে যাই।

 

কলমে পার্থসারথী মিত্র, ফ্লোরিডা, আমেরিকা

পেশায় সফটওয়্যার বিশেষজ্ঞ হলেও  বাংলা নাটক ও সাহিত্যে প্রবল উৎসাহী। 



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here