ছবি : বিকাশ রায়
পানাগড় থেকে বর্ধমান –
ভোরবেলায় কাশফুলের ঢেউ খেলে যায় সেখানে।
আকাশ যখন-
পেঁজা তুলোর মতো মেঘ নিয়ে স্বপ্নে বিভোর
শিউলি ফুল তখন গাছে গাছে রং ছড়ায়।
নয়নতারার ছড়াছড়ির সাথে পাখিদের কলতান
সবমিলিয়ে কল্পনা ডানা মেলে উড়ে বেড়ায়!
অনাবিল আনন্দে ভরে ওঠা মন
ঠিক তখন থমকে যায়!
আরশিতেও যে আলতা রাঙা পা
মনে পড়ে মা আসছে।
এক দ্যুতি বাংলার ঘরে ঘরে
মনে – প্রাণে, শয়নে – স্বপনে।
সত্যিই মা আসছে।।
কলমে বিকাশ রায়, কলকাতা
Warning: Attempt to read property "roles" on bool in /home3/weavesdi/public_html/www.monomousumi.com/bengali/wp-content/themes/morenews/inc/template-functions.php on line 941
