মাঝে মাঝে কথারা যায় হারিয়ে
দূরে, বহুদূরে সীমানা ছাড়িয়ে
শব্দগুলো হয়ে গিয়ে স্তব্দ
আবেগের গতিপথ করে রুদ্ধ
মাঝে, মাঝে নামে আঁধার
যন্ত্রনা আর কান্নায় মনের মাটি ভিজে একাকার
ইচ্ছেরা অভিমান করে নেয় ছুটি
ভালোবাসা হারায় তার প্রান দুটি
মাঝে, মাঝে মনের অতলে চাপা পরে ভালোবাসা
সন্মুখে শুধু ভুলবোঝাবুঝি আর হতাশা
মান-অভিমান, অহংটুকু হয়ে যায় দামি
সব হারিয়ে মনের ঘরে নিঃসঙ্গ একা তুমি।
মাঝে, মাঝে দীর্ঘশ্বাসের হয় না শেষ
নিস্তব্দতা না বলা কথার ছলে রেখে যায় তার রেশ।
ধোঁয়াশায় পথে হেঁটে মন খোঁজে শুধু আলো
যদি কেউ দেয় সেই ঠিকানা হতো বড়ো ভালো !!!
তবুও অবুঝ মন হেরে গিয়েও ভালোবাসে
নতুন স্বপ্ন নিয়ে আবার কাঁদে হাসে
প্রতিবারই সে চায় তোমাতে হারিয়ে যেতে
পাওনা যন্ত্রণাটুকু বুকে চেপে অলিক সুখেতে ওঠে মেতে।।
কলমে সুদীপা মন্ডল, হুগলি
কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA( psychology )/BEd।বতর্মানে গৃহিণী। লেখাটা আমার ভালোবাসা।পাঠকরা আমার লেখা পড়ে তাদের ভালোলাগার কথা জানান সেটাই আমার প্রাপ্তি।