স্বাধীনতার কুচকাওয়াজ চলেছে গুরু গম্ভীর রবে
দিকে দিকে শুনি ধনি প্রতিধ্বনি স্বপ্ন সুখের স্বাধীনতা জাগে।
লাল কেল্লায় উড়ছে বিজয় পতাকা বিজয়ের গৌরবে
ঘরে ঘরে মহা ধূমধাম চড়ুইভাতির মহা সৌরভে।
এক রাজা চলেছে রাজকীয় ভঙ্গিতে রাজপথ ধরে
আদুল গায়, নগ্ন পায়, দু’চোখে তার ঘৃনা ঝরে।
স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে তার ঘর, ঘর হয়েছে তার পথ
পথেই তার জীবন, পথেই মরন, পথেই তার চলার শপথ।
মানুষ হয়েও মানুষ নয় সে আজ, ভিন গ্রহের বাসিন্দা
সুসভ্য মানুষ আড়চোখে দেখে, ছুঁড়ে দেয় দয়া আর নিন্দা।
ওরা লজ্জা পায়, ঘেন্না পায়, নাক উঁচিয়ে চলে
মনুষ্যত্বের পূর্ণ বাহক জানে না লজ্জা কাকে বলে।
তাই গোপন অঙ্গের লজ্জা ঢাকতে জড়ায়ে নিয়েছে তে-রঙা বাস
দেশের লজ্জা নিবারণে পথের ধারে বেঁধেছে সুখের বাস।