উত্তরের হিমেল হাওয়া।
ঝড়া পাতা, আধ-ফোটা ফুল
চাপা ফুলের সুভাশিত গন্ধ
কত কিছুই থেকে যায় না পাওয়া।
ল্যাম্পপোস্টের নিচে বসে থাকা।
ঐ কৃষ্ণ বালক, জট পাকানো চুল
যেন শিল্পীর হাতে সযত্নে আকা।
পরনে একটুকরো কাপড়।
শহর যখন নিশ্চুপ,লোমশ কাপড়ে হচ্ছে ঘুম
ল্যাম্পপোষ্টের আলো তাকে করেনি পর।
বাস চাপায় পা হারানো মেয়েটি
স্বর্নলতা নাম যার।
পরনে ধুলি কাপর,
হয়না তার শীত নিবারন,
আছে হাজারো কারন,
তাতে মাথা ব্যাথা কার?
কুয়াশা এসে চুপিচুপি ডাকে
যাবি আমার সাথে?
মমতা মাখা মায়ের দেশে।
দিবো গরম জল, গরম কাপড়।
থামো ভাই, বলিবে যেথা
যাবো আমি সেথা
কথা দাও, একটু খানি রৌদ্র এনে
দিবে আমায় শেষে।
রাত গভীর হয়ে আসে।
গরম কাপড় ভেবে,
হয়তো গা এলিয়ে দেয়
লোমশ কুকুরের পাশে।
পরম মমতায় কাছে নেয়।
মানুষ হয়ে জন্মায়নি,
কৃতজ্ঞতা স্রষ্টার নিকট
বারংবার সপে দেয়।
কলমে মির্জা নয়ন, বাংলাদেশ
বই পড়তে এবং লেখালেখি করতে ভালবাসি।