আমার রবীন্দ্রনাথ

0
578

যে কোনো অনুভূতিতে
যার অবাধ বিচরণ।
যার কবিতা – গানে
তৃপ্ত মনও হয় পরিতৃপ্ত ;
তার স্মরণে একটি দিন
সত্যিই কি পর্যাপ্ত !!!

ভালোবাসা- আনন্দ বা অতি শোকের
দিনেও, যার লেখা প্রাণে
সাহস – শক্তি যোগায় ;
তার কি এমন একটি দিনের
জন্মদিন মানায় !!!

তাই বলি,

সুখে দুঃখে তুমি আছো ।
আজো নিয়ে বাঁচি
যা রেখে গেছো।

তুমি কবিগুরু ‘রবীন্দ্রনাথ’
তুমি ছিলে বলে
ব্যক্ত ‘মন’-অভিব্যক্ত ‘ভাব’।

 

 

Mousumi Kundu

মৌসুমী কুন্ডু
#মন_ও_মৌসুমী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here